Goodman Travels

পাঠশালার জাতীয় শোক দিবস পালিত

শহর প্রতিনিধি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন পাঠশালা। মাসপো গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকেলে পাবনা সেন্ট্রাল গালর্স স্কুলে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন ডাক্তার ইঞ্জিনিয়রই নয় শিশুদের মানুষের মত মানুষ হতে হবে। পরিশ্রমী ও সৎ হয়ে গড়ে উঠতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনি। তিনি তার বক্তব্যে বলেন ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু ছিলেন সুবিশাল হৃদয়ের অধিকারী। সেই মহান হৃদয়ের নেতার শক্তি ছিল কোটি বাঙালির ভালোবাসা। সারা পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু অদ্বিতীয়। মানুষের ভালোবাসায় বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবে। শিশুদের তার আদর্শ বুকে লালন করে গড়ে উঠতে হবে। বিশেষ অতিথি মাছরাঙা টেলিভিশনের ব্যুরো চিফ উৎপল মির্জা বলেন শিশুরা কমল হৃদয়ের। আজকে তাদের মধ্যে যে বীজ বোনা হবে ভবিষ্যতে সেভাবে তার ফসল পাওয়া যাবে। বঙ্গবন্ধুর আদর্শে তাদের গড়ে উঠতে হবে। পাঠশালার সভাপতি রোটারিয়ান স্বাধীন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিশির ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর ড. প্রীতম কুমার দাস। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা ও আবৃতি উপস্থাপন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।