Goodman Travels

বিদেশী পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

১৭/০৮/২০১৮ খ্রিঃ ২১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাড়া গোপালপুরস্থ দোয়েল সিমেন্ট ফ্যাক্টরী এর বিল্ডিং এর সামনে হতে ধৃত আসামী ০১। মোঃ মিলন চৌধুরী (৩৮), পিতা- মৃত বারী চৌধুরী, সাং- সাড়া গোপালপুর, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা এর হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি, ও নগদ ৩,৮০০/- টাকা পূর্বক গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ধৃত আসামী দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্র, গুলি ও কার্তুজ নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল বলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়।

এ সংক্রান্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)