Goodman Travels

সাঁথিয়ায় ৪দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

সাঁথিয়া (পাবনা ) প্রতিনিধি:পাবনার সাঁথিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাবনা-১ আসনের সাংসদ এড.শামসুল হক টুকু’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

 

পরে উপজেলা টেনিস মাঠে আয়োজিত এক আলোচনাসভায় নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এড. শামসুল হক টুকু এমপি।

 

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিত কুমার গোস্বামী। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ নেওয়াজ,উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, আ’লীগের সহ-সভাপতি রবিউল করিম হিরু, ,পৌর আ’লীগের সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, ওসি জাহাঙ্গীর আলম, ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলা প্রমুখ।