Goodman Travels

হাইওয়ে সড়ক ও স্থায়ী বাস টার্মিনাল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া হইতে মাধপুর- সিএন্ডবি হাইওয়ে সড়ক ও স্থায়ী বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে পৌরসদরে সাঁথিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে প্রমাতা স্বদেশ যুব নাগরিক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সাংবাদিক ফারুক হোসনের পরিচালনায় ও সাংবাদিক আশিক ইকবাল রাসেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাঁথিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু জীবন কন্ডু,আব্দুল কাদের মাস্টার,রহুল আমিন মাস্টার, মুসা কালিমুল্লাহ,মাসুদ রানা, ফখরুল মাস্টার, রেহান, দেলোয়ার প্রমুখ।

 

বক্তারা মাননীয় সংসদ সদস্য স্বরাষ্টমন্ত্রালয়্র সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ শামসুল হক টুকু এম,পি মহোদয় সাঁথিয়া হাইওয়ে সড়কের দাবি মহান সংসদে উপস্থাপন করায় তাঁকে অভিনন্দন জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উক্ত হাইওয়ে সড়ক ও স্থায়ী বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের সুদৃষ্টি কামনা করেন।