Goodman Travels

পাবনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল, সমাবেশ!

<strong>পাবনা প্রতিনিধি:</strong> পাবনায় বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল বের করে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হয়। খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্রোগানে মূখরিত হয়েছিল পাবনা শহর।

এরপর দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্যসচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সাবেক সাধারন সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু প্রমূখ।

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। তারা বলেন, দেশবাসী এই জুলুমবাজ সরকারের হাত থেকে মুক্ত হবার আশায় সংগঠিত হচ্ছে। অচিরেই দেশের জনগনকে সাথে নিয়ে ভোটারবিহীন এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুন:উদ্ধার ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হবে।