Goodman Travels

পাবনায় সড়কে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুর বাজারে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার বিরাহিমপুর গ্রামের রমজান আলীর ছেলে মুক্তার হোসেন (৩৫), একই উপজেলার চিনাখোড়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও আত্রাইশুখা গ্রামের দুলাল খার ছেলে ঈশা (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন যুবক মোটরসাইকেলে কাশিরাথপুর থেকে পাবনা যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই তিন যুবক নিহত হন।

আমিনপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাবনা জেনারেল হাসপাতালে আনার চেষ্টা চলছে।