Goodman Travels

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি: পাবনার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে সাঁথিয়া উপজেলার বেঙ্গলমিট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী বিপ্লব হোসেন (৩৭) বগুড়া সদর উপজেলার পল্লী মঙ্গল গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকায় একটি ঔষুধের দোকানে কর্মরত ছিলেন।

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন হোসেন জানান, নিহত বিপ্লব ও অন্য এক ব্যক্তি দু’টি মোটরসাইকেলে পাশপাশি নিজেরা কথা বলে বাইক চালাচ্ছিলেন। পথিমধ্যে সাঁথিয়ার বেঙ্গল মিট নামক স্থানে বগুড়ামুখী ট্রাকের সাথে (ঢাকা মেট্রো-ট-২০-৬১১৩) বিপ্লবের মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিপ্লব হোসেন (৩৭) নিহত হন। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।