Goodman Travels

পাবনা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পাবনা প্রতিনিধি: পাবনা পৌরসভার উদ্যোগে শহরের রুপকথা গলি হতে পৈলানপুর মোড় পর্যন্ত রাস্তা দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম হাসান, সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় পৌর মেয়র বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে, যাতে সড়ক বা ফুটপাতের উপর কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা না বসে। এ ছাড়াও সড়কগুলোতে যাতে যানজট সৃষ্টি না হয় সে দিকে পৌরসভা সজাগ দৃষ্টি রাখবে।

উচ্ছেদ অভিযান সফল করতে ও যানজটমুক্ত পৌরসভা করতে সবার সহযোগিতা কামনা করেন।