Goodman Travels

পাবনা মেডিকেল কলেজের ক্লাস শুরু ১০ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি: ২০১৮-১৯ শিক্ষাবর্ষে পাবনা মেডিকেল কলেজে ১১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস শুরু হচ্ছে আগামী ১০ জানুয়ারি (বৃহস্পতিবার)। ওইদিন কলেজ অডিটোরিয়ামে সকাল ১১টায় পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে ১১তম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে একজন অভিভাবকসহ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা অনুযায়ী ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর পাবনা মানসিক হাসপাতালের পেছনে দুটি পরিত্যক্ত ভবনে প্রশাসনিকভাবে পাবনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়।

পরের বছর একই জায়গার ৩০ একর জমির উপর এর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৪ সালে ৬তলা প্রশাসনিক ভবনের কাজ শেষ হয়। বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানাধীন রয়েছে।