Goodman Travels

অনি হত্যার প্রতিবাদে পাবনা শহরে কলেজ ছাত্রদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: পাবনার সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থী আবির মাহমুদ অনি (১৪) কে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্ররা অনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে।

গত ২৬ নভেম্বর সন্ধ্যা থেকে অনি নিখোঁজ হয়, ৩০ নভেম্বর আতাইকোলা থানা পুলিশ দুবলিয়া পুলিশ ক্যাম্পের সামনের হলুদ ক্ষেত থেকে অনির লাশ উদ্ধার করে।

মানববন্ধনে অনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বদরুদ্দোজা খান মানিক, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ খান, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেন্টু, পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল, সরকারী বুলবুল কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক সুমন, পাবনা পলিট্রেকনিকেল কলেজ শাখার ছাত্রলীগ নেতা রেজা খান, এস এম হলের ছাত্রলীগের সভাপতি আশিক, সাধারণ সম্পাদক হারুন রশিদ, সাবেক সাধারণ সম্পাদক বাবু, কামাল উদ্দিন হলের সাধারণ সম্পাদক জুনায়েদ, অনির বড় ভাই অভি, অন্তর খান, প্রমূখ সহ-পাঠী সিয়াম প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান এবং এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।