Goodman Travels

জমির উপর থেকে ফলজ ও বনজ গাছ কেটেছে দুর্বৃত্তরা

শহর প্রতিনিধি: পাবনা দোগাছী ইউনিয়নের চর কোশাখালি মৌজার ১৬ শতাংশ জমির ওপর ৭/৮ বছরের ফলজ ১৫ টি লিচু গাছ ও ২০ টি মেহগনি গাছ কেটে উধাও করে দিয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে মালিক আফছার আলীকে নিঃস্ব করে দেওয়ার খবর পাওয়া গেছে। সূত্রে জানা গেছে উক্ত সম্পত্তি ১৯৭৯ সালে ক্রয় করে ভোগদখল করে আসছেন আফছার আলী গং। আঃ আজিজ গং আর এস রেকর্ড এর দাবী করে মাত্র ৭ শতাংশ জমি দখল করার পায়তারা করায় বাদী বাটোয়ারা মোকাদ্দমা নং ২১৫/২০০৭ পাবনা সদর সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করেন। ১৯ অক্টোবর/১৮ সন্ধ্যা রাতে উক্ত ঘটনাটি ঘটিয়েছে বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসী আরও জানায় জমি দাবিদার দুর্বৃত্তরা অত্যন্ত দুর্ধর্ষ ও কলহ প্রিয় বলে গাছ কাটার সময় কেও বাঁধা দিতে সাহস পায় নাই। এ কারনে বাদী আফছার আলী আদালতের স্মরনাপন্ন হতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের বৃক্ষ আইনে অকারনে বৃক্ষ নিধন দণ্ডনীয় অপরাধ জেনেও দুর্বৃত্তরা আফছার আলীর এ ক্ষতি সাধন করেছে বলে এলাকার গন্য মান্য ও সচেতন মহল জানিয়েছেন। এ ব্যাপারে পাবনার বিজ্ঞ আমলী ১ নং আদালত মামলা নং ১৩৭/১৮, ধারা ১৪৭/১৪৮/৪৪৮/৪২৭/৪৭৯/৩৪ দণ্ডবীধি আইনে মামলা দায়ের করা হয়েছে।