Goodman Travels

এইচআইভি প্রতিরোধে পাবনায় সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত 

শহর প্রতিনিধি: লাইট হাউস, পাবনা সাব-ডিআইসির “প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কী পপুলেশন ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় আজ মঙ্গল বার সকাল ১০:০০টায় পাবনা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এইচআইভি প্রতিরোধে একটি সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয় । উক্ত সেনসিটাইজেশন সভায় জেলার আইনজীবী, সাংবাদিক,ধমীয় নেতা, আইন প্রয়োগকারী সংস্থা ,ঈমাম, সুশীল সমাজ ,শিক্ষক, পৌর কাউন্সিলর, এনজিও প্রতিনিধি, সিবিও নেতা এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি সেনসিটাইজেশন  সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো: শাফিউল ইসলাম, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফিরোজ কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর সহ, লাইট হাউস পাবনা সাব ডিআইসি ইনচার্জ  মো: আশরাফুল ইসলাম সহ প্রমুখ ।

সিভিল সার্জন তাঁর বক্তব্যে বলেন, লাইট হাউস পাবনায় এইচআইভি প্রতিরোধে গুরুত্ব র্পূণ ভূমিকা পালন করছে ।ঝুঁকির্পূণ জনগোষ্ঠীর পাশাপাশি সকল স্তরে সকলের অবস্থান থেকে এইচআইভি প্রতিরোধের জন্য কাজ করতে হবে । পাশাপাশি এইচআইভি আক্রান্তদের সেবার আওতায় আনতে হবে । সরকারে বিভিন্ন পদক্ষেপের ফলে এইচআইভি নিয়ন্ত্রন রাখা সম্ভব হয়েছে ।  এইচআইভি বিষয়ে শহরের বিভিন্ন স্থানে সাইন র্বোড দৃশ্যমান স্থানে স্থাপন করা যেতে পারে । বর্তমানে রোহিঙ্গাদের কারনে এইচআইভির ঝুঁকি দেশে অনেকগুন বেড়ে গেছে । তিনি আরো বলেন, বিশেষ করে হিজড়াদের অগ্রাধিকার দিয়ে এইচআইভি পরীক্ষা করাতে হবে ।  পাবনাকে এইচআইভি মুক্ত করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সকলের সার্বিক সহায়তা প্রয়োজন ।