Goodman Travels

পাবনায় বস্তা ভর্তি ইজিবাইক চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:পাবনায় সদর উপজেলাধীন আতাইকুলা ইউনিয়নের আলোকচর বিলের মধ্যে মারুফ (৪২) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আতাইকুলা থানা পুলিশ। নিহত মারুফ পাবনা শহরের কালাচাঁদ পাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে এ লাশ উদ্ধার করে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা নিহতের ভাই আরিফের বরাত দিয়ে জানান, গত ২৪ সেপ্টেম্বর মারুফ ইজিবাইকসহ নিখোজ হয়। এ ব্যাপারে মারুফের পরিবার পাবনা সদর থানায় একটি জিডি করেন। আজ বৃহস্পতিবার সকালে আলোকচর বিলে লাশ পড়ে থাকতে দেখে ওই এলাকার ইউপি সদস্য রজব আলী আতাইকুলা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার থানায় নিয়ে আসেন। খবর পেয়ে নিহতের ভাই আরিফ এসে তার ভাইয়ের লাশ বলে সনাক্ত করে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু জিডি হয়েছে পাবনা সদর থানায় সেহেতু ওখানেই মামলা হবে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।